দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে না এলে জাতীয় পার্টি বৃহত্তর কর্মসূচী দিবে : মোস্তাফিজার রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪২ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
লাগামহীন ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না এলে জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। বলেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাপা রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ বুধবার (২৩ মার্চ) রংপুর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন চলাকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেব জেলা ও মহানগর জাতীয় পার্টি যৌথ ভাবে এই কর্মসূচী পালন করে।
মেয়র তার বক্তব্যে আরো বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির পাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণ কোন কিছু ক্রয় করতে পারছে না, তাদের জীবনমান আজ অনেক নিছে নেমে এসেছে। বিভিন্ন দফতরের এমপি, মন্ত্রীরা এসি রুমে বসবাস করে নিম্ন আয়ের লোকদের অবস্থান সম্পর্কে বুঝতে পারছেনা। মানুষ আজ রাস্তায় নামছে।
তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা চাই বাংলার জনগণ দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাক। খাবারের অভাবে রাস্তায় যেন কোন মানুষকে নামতে না হয়। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিলেই দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোঃ এস.এম ইয়াসির এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাপা নেতা রুহুল আমীন লিটন, ১৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সেকেন্দার আলী, ২৮নং ওয়ার্ডের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, ৩০ নং ওয়ার্ডের সভাপতি কাজী রবি, ১৮নং ওয়ার্ডের সভাপতি পল্লব, ২৭ নং ওয়ার্ডের সভাপতি টিপু সুলতান, রংপুর সদরের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক মন্ডল, সদস্য সচিব মাহাবুব, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সভাপতি আরিফ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জাতীয় তরুণ পার্টি রংপুর জেলার আহবায়ক মোঃ শায়েখ রিমন, সদস্য সচিব আমিনুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।