মওদুদ আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার।
সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম শাহাদাত এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাজু পরিচালনায় দোহার একটি রেস্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক, মধ্যপ্রাচ্য স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জনাব শরিফুল হক সাজু।
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা জনাব জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী ৫ আসন এর সাবেক এমপি মওদুদ আহমদ এর সহধর্মিণী জনাবা হাসনা জসিমউদদীন মওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতার বিএনপির সহ-সভাপতি ইসমাইল মনছুর, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি ইউছুপ সিকদার, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব।
আরো বক্তব্য রাখেন, কাতার বিএনপির নেতা ফজল কবির, আমিনুল ইসলাম সুমন, আহমেদ নবী নোমান, ইঞ্জিনিয়ার আমানত, রহিম বাদশা, আলমগীর সাকিব, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রাজুক, সহ সভাপতি নাজমুল হাসান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক সজীব মাহমুদ সহ প্রমুখ।