শেরপুরে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের হাতে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম আতাহার, এস. এম. শহীদুল ইসলাম ভিপি, সাবেক পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপনসহ সকল পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।