রংপুর জেলা বিএনপি‘র স্মারকলিপি প্রদান
দেশ ও জনগণকে বাচাঁতে এই জালেম সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে - আঃখালেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০০ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি‘র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক বলেছেন,দেশ ও জনগণকে বাচাঁতে হলে এই জালেম হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এই অবৈধ ভোট চোর সরকার জোর করে ক্ষমতা দখলে রেখে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। দেশের মানুষ আজ এই সরকারের হাত থেকে বাচঁতে চায়।তারা মুক্তি চায়। তাই এবার আমাদের সংগ্রাম হাসিনা হটাও দেশ বাচাও সংগ্রাম। এই সংগ্রামে সকল দেশ প্রেমিক জনগণ বিএনপি‘র পাশে আছে।
আজ মঙ্গলবার দুপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মি ও জনতার সমাবেশে এ কথা বলেন।
রংপুর জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলাম সহ বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সহ সভপতি এডভোকেট আফতাব উদ্দিন, শফি কামাল, মামুনার রশিদ মামুন, কাজী খয়রাত হোসেন, রন্টু, সাংগঠনিক সম্পাদাক ফজলুর রহমান, জেলা যুবদল সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সভাপতি এডভোকেট মাফুজ উন নবী ডন, সহ সভাপতি রাজিব, মহিলাদল সিনয়র সহ সভাপতি রানি, সাধারণ সম্পাদক রওশনারা রত্না, স্বেচ্ছাসেবক দল জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপু, জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।
আঃখালেক আরও বলেন, এই সরকার ও তাদের দলের লোকজন সব সময় বিএনপি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে। এর কারণ তারা জনগণের কথা বলে। দেশের কথা বলে। তাই তারা বিএনপিকে ভয় পায়। জনগণকে ধোকার মধ্যে রাখতে চায়। যেমন ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এখন ৭০ টাকা দরে চাল খাওয়াচ্ছে। এই সরকার চরম ধোকা বাজ সরকার। জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের বিকল্প নাই। এর আগে জেলা বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানী।