বেলাল আহমেদ সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক
সাত্তার পাটোয়ারী ও তেনজিং বিএনপির নির্বাহী কমিটির সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বেলাল আহমেদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক’ পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুল আলম তেনজিং এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। এরা দুজনই বিএনপির কেন্দ্রীয় দফতরের সঙ্গে সংযুক্ত থাকবেন।
আজ মঙ্গলবার (২২ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।