জেলা প্রশাসক বরাবর সুনামগঞ্জ জেলা বিএনপির স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবেসুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীল হোসেন বরাবরে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক, আ ত মিছবা, অ্যাডভোকেট শেরুনুর আলী, আকবর আলী, ফুল মিয়া, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা যুবদল সভাপতি আবুল মনশুর শওকত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হুসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।