ময়মনসিংহে বিএনপির স্মারকলিপির কর্মসূচীতে পুলিশের ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির স্মারকলিপির কর্মসূচীতে নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে হুড়াহুড়ি করে পড়ে গিয়ে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্মারকলিপি দেওয়ার পূর্বে উত্তর জেলা বিএনপির সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফেজ আজিজুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, অ্যাড. শাজাহান কবীর সাজু প্রমূখ।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একই ইস্যুতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি। এতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের অভিযোগ, আমরা শান্তিপূর্ন ভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশ করছিলাম।
এ সময় পুলিশ মারমুখী আচরণ করে দলীয় নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে আতঙ্কগ্রস্থ নেতাকর্মী হুড়াহুড়ি করে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।