ফরিদপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ও শহর বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা এ কে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, বিএনপি নেতা ও ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, সহ সভাপতি এম এম ইউসুফ, কৃষক দলের নেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মামুন রতন, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি (যথাক্রমে) কৌশিক আহমেদ অনিক, শামীম খান কায়েস, অনিক খান জিতুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।