দ্রব্যমূল্যে কমানোর দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:২৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে এক সমাবেশে বক্তৃতা করেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
সমাবেশ শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
এ সময় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনা বেগম, জেলা জাসাস সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জীবন বসাকসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।