সিরাজগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারক আহাম্মদের পক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট স্বাক্ষরিত স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিন সুলতানা।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান, সাব্বির হোসেন ভুইয়া সাফি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, সহ প্রচার সম্পাদক রেজাউল ইসলাম খান, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল, শ্রম বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক সামছুল ইসলাম, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল জোরদার, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল আলীম খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য খোন্দকার তৌহিদুর রহমান, ভিপি সালাহ উদ্দিন আলাল, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হোসেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা খাতুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের সীমাহীন দুর্নীতিতে ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক আহবান জানানো হয়।
বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে সিরাজগঞ্জ জেলা বিএনপি জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করে।