ফরিদপুরে কে.এম ওবায়দুর রহমানের ১৫তম মত্যুবার্ষিকীতে
এখনো সময় আছে ভুল স্বীকার করে পদত্যাগ করুন - মো. শাহজাহান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০০ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, মাত্র দুই তিন কোটি টাকা দুর্নীতির একটি মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অথচ ক্ষমতাসীনেরা মহা দুর্নীতিতে লিপ্ত রয়েছে। অনেক হয়েছে প্রধানমন্ত্রী। এবার আল্লাহর ওয়াস্তে ওজু করে পবিত্র হন। বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান। তাকে মুক্তি দেন। এখনো সময় আছে ভুল স্বীকার করে পদত্যাগ করুন। দেশে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন।
আজ সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব কে.এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান একথা বলেন।
তিনি বলেন, আজকে একটা ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা,সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, রাজবাড়ি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দুলাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন প্রমুখ।
এর আগে মো. শাহজাহান ওবায়দুর রহমানের কবর জেয়ারত করেন এবং পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ওবায়দুর রহমানের কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।