শরীয়তপুরে কৃষক দলের কর্মী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শরীয়তপুর জেলায় সাংগঠনিক সফর উপলক্ষে শরীয়তপুর জেলা কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বি.এম হারুন অর রশীদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ভিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু। প্রধান বক্তা ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শরীফ মো: সাইফুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আ: মান্নান খান, সদস্য মো: কফিল উদ্দিন পাটোয়ারী।
সমাবেশে প্রধান অতিথি অ্যাড. মনিরুজ্জামান খান দিপু বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। দেশের সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও বাংলাদেশ মানুষের জীবনের দাম কমছে।' তাই ঐক্যবদ্ধ হয়ে মঠে নেমে এই সরকারকে হটিয়ে বিএনপি'র উদ্যোগে গণতন্ত্রের সরকার গঠন করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ড. সেলিম হোসেন, জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে পারলে সরকার টিকতে পারবে না। তাই আমাদের'কে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ধুঁকে ধুঁকে মরবো, নাকি একদিন সবার জীবন দেবো।' তবে সাহস করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে সরকার টিকবেনা।
এসময় সমাবেশে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা কৃষক দলের সহ-সভাপতি আলী আজগর কাজী, সদর উপজেলার সভাপতি বাবুল খান বাবু, পৌরসভার সভাপতি নুরুল ইসলাম সিকদার, গোসাইরহাট উপজেলার সভাপতি বাকী বিল্লাহ, জাজিরা উপজেলার কাজী জয়নাল, সাধারণ সম্পাদক বাদশা, ডামুড্যা উপজেলার সভাপতি মিজানুর রহমান রিপন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।