ধুনটে ১০ আ’লীগ নেতা-কর্মীর নামে ছিনতাই মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলালসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। একই এলাকার সরকারি সারের ডিলার মোজাফ্ফর রহমান নামে আওয়ামী লীগের আরেক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার আজগর আলী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আজ শনিবার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে খোকশাহাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারি গ্রামের মোজাফ্ফর রহমান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এলাঙ্গী ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সরকারি সারের পরিবেশক (ডিলার)। ৯ মার্চ সকালের দিকে মোজাফ্ফর রহমান এলাঙ্গী বাজার এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে সার বেচাকেনার টাকা হিসাব করছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলাল ও তার লোকজন ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। হামলাকারীরা মোজাফ্ফর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
হামলার শিকার আহত মোজাফ্ফর রহমানকে স্বজনরা উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই মোজাফ্ফর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে ১৫ মার্চ রাতে থানায় মামলাটি রেকর্ডভুক্ত করে। এ বিষয়ে অভিযুক্ত এমএ তারেক হেলাল বলেন, ওই দিন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জের ধরে আমিসহ আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা আরজি দিয়ে মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্ত সাপেক্ষে যথাসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।