সিদ্ধিরগঞ্জে ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন জাহাঙ্গীর সভাপতি ও মুক্তুল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ২ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো: জাহাঙ্গীর আলমকে সভাপতি, মো: মোক্তার হোসেন মুক্তুলকে সাধারন সম্পাদক ও মোজাম্মেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষনা করা হয়েছে।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন মোল্লা, বাবুল প্রধান, অখিল উদ্দিন ভুইয়া, টিএইচ তোফা, সামসুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, সদস্য লিয়াকত হোসেন লেকু, রফিকুল ইসলাম দেওয়ান, কামাল হোসেন, কামাল আহম্মেদ, রাকিবুল দেওয়ান, মাসুদ দেওয়ান প্রমূখ।