নবাবগঞ্জে বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪১ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৯ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপির ২৭ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরও বিপুল সংখ্যক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলা নং ৮/৩৭। এ মামলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিংহড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্ততারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়ারকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আলমগীর হোসেন(৫২) নবাবগঞ্জ উপজেলার সিংহড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. কাইয়ুম(৩৪) একই গ্রামের রশীদ শেখ এর ছেলে বাবুল শেখ(৩৪)।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, পুলিশি কাজে বাঁধা, অবৈধ সমাবেশ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও পুলিশেকে আহত করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
মামলার তদন্তকর্মকর্তা নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যায় সিংহড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে সমাবেশ করায় সমাবেশস্থল থেকে তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে তাদেরকেও গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে ৫দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।