নাগেশ্বরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১০:০২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের নাগেশ্বীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার রামখানা ইউনিয়নের ছিলাখানা দারুল উলুম মাদ্রাসায় বগুড়া জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা এবং সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া এর ডা. ইউনুছ আলীর নিজ উদ্যোগে আজ শনিবার সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ২শতাধিক জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষদ বিতরণ, রক্তের গ্রুপ নির্নয় ও মাদ্রাসার উন্নয়নে নগদ অর্ধলক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডা.রোকন,ডা. রিকি, ব্লাড ব্যাংক কুড়িগ্রাম, গ্লাক্সী স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল, রক্তযোদ্ধা দিনাজপুরের প্রতিনিধিসহ মাদ্রাসা পরিচালক মাওলানা আলমগীর হোসেন ও বন্ধুমহল রফিকুল, গফফার, নুর আলম, জালাল, সাইদুল প্রমুখ।