জয়পুরহাটে নবাগত জেলা মহিলাদলকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০২:১৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাট জেলা মহিলা দলের নতুন কমিটিকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।
আজ শনিবার সকালে জেলা বিএনপির কার্য্যালয়ে নবাগত জেলা মহিলা দলের সভাপতি পাচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান, দৌলতুন নাহার, ও জয়পুরহাট সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, ও সাবেক এমপি গোলাম রাব্বানীর একমাত্র কন্যা সাবরিনা ইয়াসমির বনি রাব্বানীসহ মহিলা নেত্রীদেও সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক প্রিন্সিপাল শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সাবেক পৌরসভার মেয়র ফজলুর রহমান ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
প্রিন্সিপাল শামছুল হক বলেন দীর্ঘদিন পর মহিলা দলের কমিটি হওয়ায় সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে স্বৈরাচার বিরোধী আন্দেলনে।
মহিলা দল কেন্দ্রীয় ভাবে যে কর্মসূচী দিবে তা যথাযথ ভাবে পালন করার জন্য কমিটির নেতৃবৃন্দকে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, মহিলা দল, যুবদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।