নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে - সোলায়মান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়া শহর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা রাখা হয়নি। তাই আমরা আন্দোলনের পথই বেছে নিয়েছি। তিনি নেতাক-কর্মিদের নিজ নিজ এলাকায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সরকার পতনের আন্দোলন তো আমরা আগে থেকেই করছি চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে দেশমাতা খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ-কথাগুলো বলেন।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় সেউজগাড়ী এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আলিম দুলাল, জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: রেজাউল করিম লাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য ও দাপ্তরিক দায়িত্ব প্রাপ্ত রাকিবুল ইসলাম শুভ, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃআসিফ মাহমুদ, যুবদল নেতা মোসলেম উদ্দিন স্বপ্নন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আজাদ রহমান, মোঃ ইমাম হোসেন রকি,আব্দুস সোবহান, শ্রী সাগর কুমার রায়, রিমন হাসান রুবন, অনিক আহম্মেদ, রমজান আলী, বিলু মানিক, মিঠন প্রমুখ।