শ্রীপুরে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা খতমে কোরআন দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বেড়াইদের চালা এলাকায় পৌর যুবদলের উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়যারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৮মার্চ) বাদ আসর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহের প্রধানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এড. কাজী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান চঞ্চল, জেলা ওলামা দলের আহবায়ক কারী সিরাজুল হক, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, পৌর ৭নং ওয়ার্ডে বিএনপির সভাপতি তুহিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মিলন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম মড়ল রিফাত, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পৌর ওলামা দলের আহবায়ক ক্বারী ইব্রাহিম।