দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৭ নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ১৮ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে আজ শুক্রবার সকালে নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় মিস্ত্রিপাড়া বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় স্থানীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী, ক্রেতা বিক্রেতা এবং যানবাহন চালক-যাত্রী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কে এম হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম, আসলাম হোসেন, ডা: ফারুক হোসেন, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, মনিরুজ্জামান, অ্যাডভোকেট এস এম ফারুক, মো: মোসতাক আলী, মাসুদ খান, জাবির হোসেন দীপু, আব্দুল হান্নান, শেখ বাইজিদ হোসেন, হানিফ মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, সালাহউদ্দিন ঢালী, মনির হাওলাদার, মো: রেজাউল ইসলাম, আবু সাঈদ, মো: সৈকত, নাহিয়ান, মো: হাবিব, বাবু, ইসমাইল, ওমর, রফিকুল, বাবু, আসাদুজ্জামান লিটন প্রমুখ।