নোয়াখালীর সুবর্ণচরে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান ভূঁইয়ারহাট বাজারে মার্চ ১১ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন এবং দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন ও অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহছান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।