নাটোরে ২ পুলিশ সদস্যকে পিটিয়েছে যুবলীগের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:২১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নাটোরে আওয়ামী লীগ অফিসের পাশে ২ পুলিশ সদস্যকে পিটিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নাদিম, জাকির ময়েন এবং সাগর নামের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানান পুলিশ কর্মকর্তারা।
খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের দেখতে যান। আহতরা হলেন, কন্সটেবল হাসিব উদ্দিন ও সেলিম হোসেন। তারা দুজনই নাটোর পুলিশ লাইনসে কর্মরত।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দুই পুলিশ সদস্য পুলিশ লাইন থেকে মোটর সাইকেল চালিয়ে শহরে কাজে এসেছিলেন। এ সময় কান্দিভিটা এলাকায় ভিড়ের মধ্যে পুলিশ সদস্যর মোটরসাইকেলের সঙ্গে নাদিম নামে একজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নাদিমসহ তার ৮-১০ জন সহযোগী পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। তারা ওই দুই পুলিশ সদসকে ধারালো কিছু দিয়ে খুচিয়ে আহত করে।
তিনি বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর ৪ জনকে আটক করে পুলিশ। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পলাতকদেরও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ বিষয়ে নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, পুলিশ সদস্যের ওপর হামলাকারীরা যুবলীগের কোনো পদধারী নেতা নয়। তবে তারা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত। হামলাকারীদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছি।