এখন ব্যাগ ভরে টাকা নিয়ে পকেট ভরেনা বাজারে - আহসানুল তৈয়ব জাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সর্বশেষ ধানের শীষের প্রার্থী একে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, আজকে দ্রব্যমুল্যের এতো বৃদ্ধি পেয়েছে যে কিনতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। বিএনাপর সময় আপনি যদি পকেটে টাকা নিয়ে গিয়েছেন ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছেন। একই পরিমান টাকা নিয়ে বাজারে গিয়ে পকেটে করে বাজার আনতে হচ্ছে। বিএনপির সময় যে সয়াবিন ৩৫ টাকা ছিল আজকে তার ২০০ টাকা লিটার। যে চাল ছিল ১৪/১৫ টাকা তা আজ ৫০/৬০ টাকা। বিএনপির সময় বিদ্যূৎ এর দাম ছিল সোয়া এক টাকা এখন তা সোয়া দশ টাকা পার ইউনিট। এ সরকার মানুষকে নিঃস্ব করে ফেলেছে। এদেরকে এখনই ক্ষমতা থেকে নামাতে হবে। এজন্য গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ আর ইসলাম স্বাধীন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম বাদশা, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, অ্যাডঃ নুরে আযম বাবু, শ্যামল মাহমুদ, সিরাজুল ইসলাম ফুল, কাজী জাকির হোসেন বাবলু, নাইমুল হক সরকার লিটন, মাহবুবুল হক মিলন, গোলাপী বেগম, সাবিনা ইয়াসমীন বেবী, মাহিদুল ইসলাম মুন্সি, মোকলেছার রহমান হিটলু, আইনুর ইসলাম, দেলোয়র হোসেন প্রমুখ। সম্মেলনে কামালপুর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে রেজাউল করিম ঠান্ডু ও শাহ আলম।