বিএনপির সাবেক মহাসচিব দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির দোয়া-মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৩৩ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাবেক মহাসচিব, খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণ সভা ও দোয়া-মাহফিল করেছে জেলা বিএনপি।
গতকাল বুধবার ১৬ মার্চ বাদ মাগরিব শহরের স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। খোন্দকার দেলোয়ার হোসেনের জীবন স্মৃতি সর্ম্পকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক সজিব খান, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, শহর বিএনপির সদস্য সচিব শাহ মাসুদ প্রমূখ। আলোচনা শেষে খোন্দকার দেলোয়ার হোসেনের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভা ও দোয়া-মাহফিলে ওয়ারেছ আলী মামুন বলেছেন, জনাব খোন্দকার দেলোয়ার হোসেন মহাসচিবের দায়িত্বকালে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে ছিলেন তার এই অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্বাভরে স্মরণ করবে।
তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, বর্তমান সরকার এখন দেউলিয়া হয়ে গেছে তাই আগামী দিনে সরকারের পতন নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করার আহ্বান জানান।