নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপরে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপরে জেলা,শহর ও কোতয়ালী বিএনপির যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
আজ বুধবার সকাল ১১টায় শহরের নিউ মার্কেট, ময়রা পট্টি ও চকবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে থানা রোডস্থ বাটা শো রুমের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপির নেতা একে কিবরিয়া স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ভুইয়া রতন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সির মিজানুর রহমান মিনান, জেলা বিএনপি সাবেক নেতা তানভীর চৌধুরী রুবেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সহসভাপতি হারুন অর রশিদ হারু খাঁ, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রানু, মহানগর যুবদলের সহসভাপতি এম এম ইউসুফ, সাধারণ সম্পাদক রেজোওয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি আদানান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ নেতৃবৃন্দ।