সাভারে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাভারে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার পাথালিয়ায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান।
এসময় দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বাবু বলেন, সামনে আমাদের কঠিন পরিক্ষার সময় আসছে। এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। তাই পাথালিয়া ইউনিয়নের নতুন কমিটিতে তাদেরকে রাখা হবে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক মো: আজগর হোসেন, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান, আশুলিয়া থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠন সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান। এছাড়াও ঢাকাজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।