মাফিয়া নেত্রী মাফিয়া সরকার হাসিনার পতন খুব দ্রুতই হবে - আহসানুল তৈয়ব জাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের সবশেষ ধানের শীষের প্রার্থী একে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, মাফিয়া নেত্রী মাফিয়া সরকার হাসিনার পতন খুব দ্রুতই হবে। আমরা চেষ্টা করছি যেন গন আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই শুধু হুমকি নয়, পরাধীনতার শৃঙ্খলে পুরো জাতি অবরুদ্ধ। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে এক ভাগ মানুষও এ সরকারকে সম্মান করে না। প্রশাসনের এক ভাগ লোকও তাদের সাথে নেই, এমন কি যারা পুরনো আওয়ামীলীগ করতেন তারাও আজ হটে গেছে, জন বিচ্ছিন্ন, নির্মম নির্যাতনকারী, গণতন্ত্র হত্যাকারী, লুন্ঠনকারী। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৫ কোটি ৯৯ লক্ষ মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে। হাসিনাপন্থী একদল মানুষ, হাসিনার পরিবার ও তার আশে পাশের লোক জন লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
তিনি মঙ্গলবার দুপুরে জামালপুরের সীমান্ত এলাকা সারিয়াকান্দির বোহাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত দ্বি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বোহাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাইমুল হক সরকার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, আমিনুল মোমিন পিন্টু, নুরে আযম বাবু, সিরাজুল ইসলাম ফুল, কাজী জাকির হোসেন বাবলু, জিয়াউল হক লিপন, শ্যামল মাহমুদ, যুবদল নেতা হাজী হান্নান, লাল মাহমুদ, ফেরদৌসী আক্তার রুবী, সোহেল কমিশনার, তরিকুল ইসলাম রাংগা, মফিজ উদ্দিন, আতাউর রহমান খান দুলাল, জাকারিয়া টিক্কা, জাহিদুল ইসলাম বুলেট খান, রবিউল ইসলাম প্রমুখ। সম্মেলনে আগামী দুই বছরের জন্য বোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নাইমুল হক সরকার লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আতাউর রহমান খান দুলাল।