দুপচাঁচিয়ায় পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আসর দুপচাঁচিয়া পুরাতন বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ মোঃ বাকি বিল্লাহ।