দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ মার্চ) বাদ জোহর কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে এ্যাডভোকেট ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু'র নেতৃত্বে এই লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মুনীর, সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ্যাড. বুলবুল আহমেদ লিটন, সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া পৌর শাখার সভাপতি এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. মাহমুদুল হক চঞ্চল, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. ইকবাল খান, এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. আবু হেনা মোস্তফা কামাল জুয়েল, এ্যাড. তরিকুল ইসলাম সাগর, এ্যাড. হাফিজুর রহমান হীরা, শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, আশরাফ হোসেন নয়ন, আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম স্বপন।
এদিকে গতকাল সকাল ১০.০০ ঘটিকার সময় কুষ্টিয়া পৌর বাজারে সাধারণ মানুষের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইকবাল মহম্মদ এডিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক নেতা নাহিদ হাসান রকি, কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা, কুষ্টিয়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।