বগুড়ার ধুনটে আ’লীগের পাল্টাপাল্টি মামলা : আসামী এমপি পুত্র, উপজেলা চেয়ারম্যান সহ ৭০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১২ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার ধুনট উপজেলায় সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সহিংস ঘটনায় এমপি পুত্রসহ আওয়ামী লীগের শীর্ষ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা বাদি হয়ে ধুনট থানায় পৃথক পৃথকভাবে এ মামলা দায়ের করেন। এ মামলায় এক পক্ষের বাদি উপজেলার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাকুড়িহাটা গ্রামের গাজিউর রহমান। ওই মামলায় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ছেলে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহসীন আলম সহ ৪১ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। অপর পক্ষের মামলার বাদি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুনট সদরপাড়ার মাইদুল ইসলাম রনি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন সহ ২৯ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতাকর্মীরা গত ৯মার্চ ধুনট ইউনিয়ন পরিষদ চত্বরে ধুনট ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসীন আলমের পক্ষের দলীয় নেতাকর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালিয়ে চেয়ার, টেবিলসহ ডেকোরেটরের আসবাব ভাংচুর করেন। এ ঘটনায় উভয় পক্ষ ১০মার্চ ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। পুলিশ পৃথক দু’টি অভিযোগ তদন্ত করে সোমবার নিয়মিত মামলা হিসেবে থানায় রেকর্ডভুক্ত করেছে।
এ বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক বলেন, থানায় দায়ের করা মামলার আরজির কোন সত্যতা নেই।
একই সময়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি বলেন, ওই ঘটনার সাথে আমি জড়িত নই।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, দু’টি মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।