দ্রব্যমুল্যের বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা মহিলা দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেলে পুরাতন বাজার থেকে একটি মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয় পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি রেশমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা মহিলাদলের সিঃ সহ সভাপতি নাজমুন নাহার বিউটি, সহ সভাপতি তাহমিনা বেগম, স্মৃতি ফারুক, সাধারণ সম্পাদক, মোসলেমা বেগম মিলি,সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক লাভলী ইসলাম, নারী অধিকার বিষয়ক সম্পাদক রীনা বেগমসহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এসময় মহিলা দলের বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূলের চড়া দামের কারনে মানুষের নার্ভিশ্বাস উঠেছে।মানুষ এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায়। তারা অবিলম্বে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।