নন্দীগ্রামে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।
ভাটরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আল হেলালের সভাপতিত্বে উক্ত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা আলা উদ্দিন সরকার, সুশান্ত কুমার শান্ত, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, আবু বক্কর সিদ্দিক এলআর, আব্দুল হাকিম, মাহাবুবুর রহমান, ফলিলুর রহমান, হাসেম আলী, গোলাম মোস্তফা।
এছাড়াও উপজেলা য্বুদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি পলিন বক্তব্য রাখেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে শাহ আল হেলাল কে সভাপতি, সফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও আবুল বাশার বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।