কেশবপুরে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
যশোরের কেশবপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার (১৩ মার্চ) রাতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ওই ফরম বিতরণ করেন।
দলীয় কার্যালয়ে ফরম বিতরণকালে কেশবপুর থানা, পৌর ও থানাধীন ১১টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক, যশোর নগর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, আলাউদ্দীন আলা, মাসুদুজ্জান মাসুদ,আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম, নুরুজ্জামান চৌধুুরি, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অটল, জাকির হোসেন প্রমূখসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।