দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
আজ সোমবার দুপুরে শহরের নিউ কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা মহিলা দলের নেত্রীবৃন্দরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশন বাজার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এখানে জামালপুর জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ন জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী এডভোকেট দিলরুবা, সহ-সভানেত্রী এডভোকেট রোকসানা বেগম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদিকা শামীমা বেগম রুবি, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার ও মহিলা দল নেত্রী মাইশা ইসলাম বৃষ্টি প্রমুখ।
বক্তারা বলেন, বিনা ভোটের সরকার মানুষের কষ্ট বুজবে না। এই সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনো লাভ হবেনা। আগামী দিনে সরকারের বিদায় ঘন্টা বাজাতে মহিলা দলের সকল নেতৃবৃন্দকে রাজপথে থাকার আহ্বান জানান।