হাসিনার পতন নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে দেবে যুবদল - বগুড়ায় টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৬ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামীলীগ দেশের মানুষকে দূর্নীতি, লুটপাট, দূর্ভিক্ষ ছাড়া কিছু দিতে পারেনি। এটা শেখ মুজিব ও তার কন্যার শাসনে দেশবাসী দেখেছে। তারা চোর থেকে আজ মাফিয়ায় পরিণত হয়েছে। তাই যুবদল মাফিয়া শাসন চালাতে দিতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত। গুলির মুখে থেকে রাজপথে থাকবে যুবদল। শহীদ জিয়ার সৈনিকরা হাসিনার পতন নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে দেবে।
যুবদল নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, মরার জন্য প্রস্তুতদের কেউ মারতে পারে না। চলমান আন্দোলন, লড়াই-সংগ্রামের মাঝপথে ছেড়ে যাব না, বিজয় নিশান উড়াব।
আজ রবিবার দুপুরে বগুড়ার নবাব বাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু আরো বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিন বারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বেভৌমত্বে প্রতীক। তাই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে একটা দুর্বার সংগ্রাম গড়ে তুলি, যে সংগ্রামের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, একনায়কতন্ত্রী, কতৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার জনগণের সংসদ গঠন করতে পারবো। বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। বিষেশ অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ- সাধারন সম্পাদক নাজমুল আলম সাজু, যুবদলের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাহফুজ উন নবী ডন। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশি রশিদ সুজন, জেলা যুবদলের দ্বায়ীত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম-আহবায়ক তোহিদুল সহ ২৪ টি ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।