দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
'তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রবমূল্যের উর্ধ্বগতির' প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় যুবনেতা আরিফ ও মনিরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্যা'র সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী'র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির। প্রধান বক্তা ছিলেন, যুবদলের কেন্দ্রীয় (বরিশাল বিভাগীয়) সহ-সাংঠনিক সম্পাদক কে.এম আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, বর্তমান সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর।
এসময় বিক্ষোভ সমাবেশে জেলা যুবদল নেতা আলী আহমেদ মোল্যা, লিয়াকত হোসেন খান, শওকত সরদার, ইসহাক মাদবর, সেলিম খন্দকার, বাচ্চু চৌধুরী, ডামুড্যা উপজেলার সভাপতি উজ্জল সিকদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মাহববুর রহমান খোকন, শরীয়তপুর পৌরসভার সভাপতি কামাল হোসেন ঢালী, অ্যাড. লোকমান হোসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রাশেদ খান মেনন, শরীয়তপুর সদরের যুবনেতা আনোয়ার হোসেন আনু, রুবেল মোল্যা, আনোয়ার হোসেন মোল্যা, সেন্টু সরদার, মুনসুর, নুর মোহাম্মদ, দবির ঢালী, পৌরসভার যুবনেতা নুর মোহাম্মদ খান, নাসির ঢালী, রিপন মাঝী, দেলোয়ার, নড়িয়ার যুবনেতা লতিফ শেখ, সুজন বেপারী, শাহিন মোল্যা, মিজান খান, মনির শেখ, আক্কাস মালত, জাজিরার যুবনেতা আলমগীর হোসেন, আবুল হোসেন, সেলিম হাওলদার, মামুন শেখ, আঃ সালাম, ভেদরগঞ্জের যুবনেতা ফারুক, মিজান, উজ্জল, দেলোয়ার, আলমগীর, আমিনুল, আনোয়ার, সুমন সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাচ্ছি। আর জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। নচেৎ জনগণ নিয়ে দূর্বার আন্দোলনের কর্মসূচি শুরু করা হবে।