দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা যুবদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন মোল্লা, কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক, নাদিম আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু,সাংগঠনিক সম্পাদক রজব আলী।
আরও বক্তব্য রাখেন জেলা যুবদল সহ সভাপতি মাসুদ রানা বাবু, সহ সভাপতি খলিলুর রহমান খলিল, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সাজু, রফিকুল ইসলাম লাভলু, কুড়িগ্রাম পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম সাজু, সহ জেলা উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সরকার দলীয় সিন্ডিকেট এর মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। গত ১মাস আগেও যে তেলের দাম ১২৫ টাকা ছিল এখন তা ১৮০ টাকা লিটার। মূল্য বৃদ্ধির এ পাগলা ঘোড়ার লাগাম টেনে না ধরলে দেশে ৭৪ এর মত অবস্থা সৃষ্টি হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
তারা অবিলম্বে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।