সরকারের বিরুদ্ধেঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে - আহসানুল তৈয়ব জাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনের সবশেষ ধানের শীষের প্রার্থী একে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, আজ দেশের মানুষ মুল্যহীন হয়ে পড়েছে। আওয়ামীলীগ নির্বাচন ব্যাবস্থা ভেঙ্গে দিয়েছে। তারা উৎসবের নির্বাচনকে আতংকে পরিনত করেছে। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে হলে, মানুষ বাঁচাতে হলে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে, তারেক রহমানকে দেশে ফেরাতে হলে স্বৈরাচারীর বিরেুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, আমরা তাদেরকে মুক্তি দিতে চাই।
আজ রবিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হাটশেরপুর ইউনিয়নের সভাপতি আলীনুর রহমান আন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাদেক মোহাম্মদ লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জিয়াউল হক লিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, আমিনুল মোমিন পিন্টু, কাজী জাকির হোসেন বাবলু, শ্যামল মাহমুদ, মঞ্জুরুল ইসলাম রাশেদ, সোহেল কমিশনার, নজরুল ইসলাম নিশান, তরিকুল ইসলাম রাঙ্গা প্রমুখ। সম্মেলনে হাটশেরপুর ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলীনুর রহমান আন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন রেজা।