সর্বগ্রাসী দুর্নীতি প্রতিরোধে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলনের প্রস্ততি নিন - বকুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর আহবায়ক কমিটির ১নং সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সরকারের দুর্নীতি, লুটপাট ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশাস সৃষ্টি করেছে। জনসমর্থনহীন রাতের ভোটের সরকারের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নেই বলে তারা জনগনের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। তাদের এজন ইউনিয়ন পর্যায়ের নেতার কাছেও লুটের দুই হাজার কোটি টাকা পাওয়া যায়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি গণমানুষের দল। জনগনের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলেই জাতির এই দু:সময়ে বিএনপি মানুষ বাঁচানোর কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে। দেশব্যাপি পালিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। দামের চাপে নিষ্পেষিত মানুষ লুটেরা ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে কঠোর কর্মসূচি চায়। সর্বগ্রাসী দুর্নীতি প্রতিরোধে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলনের প্রস্ততি নিতে তিনি দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আজ রবিবার খুলনায় মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বকুল গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন। দুপুর ১২টায় নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন হার্ডমেটাল গ্যালারী থেকে কর্মসূচির সূচনা হয়। রকিবুল ইসলাম বকুল হার্ডমেটাল গ্যালারীর বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। তিনি ডাকবাংলা মোড়, ক্লে রোড, এস এম এ রব শপিং কমপ্লেক্স, বড় বাজার, হেলাতলা মোড়, হেরাজ মার্কেট ও কে ডি ঘোষ রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মালিক কর্মচারী, ক্রেতা, বিক্রেতা, রাস্তায় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রী, পথচারী এবং ফেরিওয়ালাদের হাতে লিফলেট তুলে দেন।
সর্বগ্রাসী দুর্নীতি ও বাজার সিন্ডিকেটসহ আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান আহবান সম্বলিত লিফলেটে ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠীর মেগা দুর্নীতির সংক্ষিপ্ত চিত্র, বিএনপি আমল ও বর্তমান সরকারের শাসনামলে বিভিন্ন পণ্য মুল্যের তুলনামূলক চিত্র তুলে ধরে এই দু:শাসন মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এস এম শামীম কবির, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ন কবির, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, তারিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মাসুদ খান বাদল, বিএনপি নেতা মতলেবুর রহমান মিতুল, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।