ফেনীসহ সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১২:০২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীসহ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশহিসেবে আজ রবিবার সকালে ফেনী জেলা বিএনপির কার্যলয়ের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী যুবদল।
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার এর সঞ্চালনায় বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, হায়দার আলী রাসেল, মোহাম্মদ বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা যুবদলের প্রচার সম্পাদক ফখরুউদ্দিন, দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন, ছাগলনাইয়া উপজেলা শাখার আহবায়ক জসিম উদ্দিন, ফুলগাজী উপজেলা শাখার আহবায়ক কামাল হোসেন, পরশুরাম উপজেলা শাখার সামসুল আলম শাকিল, দাগন ভূঁইয়া পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন প্রমুখ।