নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নোয়খালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পন্যের সামগ্রীর দাম বৃদ্ধি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মুক্তির দাবিতে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে এলাহী পলাশের নের্তৃত্বে নোয়াখালীর জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক জুয়েল, শহর যুবদলের আহবায়ক আবদুজ জাহের হারুন ও সদস্য সচিব মোস্তাক আহম্মেদ স্বপন প্রমূখ।