নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:৫৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ রবিবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম সফিক, যুবদল নেতা খন্দকার মামুনুর রশিদ বাবু, হাসান সরোয়ার মনজু, আমান উল্লাহ আমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ৭টি উপজেলার যুবদলের সভাপতি-সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনার দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।