আল্লাহ মানুষকে রিজিক দান করেন আর শেখ হাসিনা গুম, খুনের মাধ্যমে সে রিজিকি কেড়ে নেন - হযরত আলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখারর সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেছেন, আল্লাহ মানুষকে রিজিক দান করেন আর শেখ হাসিনা গুম, খুনের মাধ্যমে সে রিজিকি কেড়ে নেন। তিনি আজ রবিবার দুপুরে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্যদানকালে এ কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে শহরের গৃর্দ্দা নারায়নপুর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. হাতেম আলী, এস. এম. শহীদুল ইসলাম ভিপি, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, যুবদল নেতা ওসমান গনি, পারভেজ আহমেদ, মাকসুদ আলম, অ্যাডভোকেট আল বেরুনী আবু রায়হান, হাসান রনি, রাসেল সিকদার, মাসুদ মুরাদ, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান তারা, মিস্টার, লোটাস, সুকন, লিটন, পলাশ প্রমুখ।
হযরত আলী বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের উপর থেকে তাদের প্রভূরা হাত গুটিয়ে নিয়েছে। তাই এ সরকারে পতন আজ সময়ের ব্যাপারে মাত্র। প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে বিরত থাকুন, যতই ষড়যন্ত্র করুন জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাত যতই দীর্ঘ হোক, ভোর কিন্তু খুবই সন্নিকটে। আর ভোর হবে এটাই বাস্তবতা। গুম, হত্যা, নির্যাতন, জেল, জুলুম দিয়ে আর আমাদের দমিয়ে রাখা যাবে না। এখন সময় হয়েছে, ঐক্যবদ্ধভাবে এ অবৈধ সরকারের পতন ঘটাতে তৃণমূল থেকে রাজপথ অবধি আন্দোলন সংগ্রামকে বেগবান করে তুলতে হবে।