নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১০:০০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা বিএনপির লিফলেট বিতরণ করেছে।
আজ রবিবার সকালে ঈশ্বরদীতে উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক সন্টু সরদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশে চরম দুঃশাসন কায়েম হয়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার ও আওয়ামী লীগ জনগণের রক্ত চুষে খাচ্ছে। দেশ আজ মাফিয়া-বাজিগরদের কবলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেভাবে পারছে সিন্ডিকেট করে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করছে, আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সুজন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।