শেরপুর জেলায় বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১২:১২ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত শনিবার শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সার্বিক তত্বাবধান ও নেতৃত্বে শেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের অন্তত ৫০টি হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল হক লাভলু, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনসহ জেলা, পৌরসভা ও ইউনিয়নের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে।