দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারাকান্দায় ১০ ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের তারাকান্দায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ১০ ইউনিয়নে ওয়ার্ডে গতকাল শনিবার বিকেলে একযোগে বিভিন্ন বাজারে ও রাস্তার মোড়ে মোড়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
জানা গেছে, উপজেলায় ১০ ইউনিয়নে উপজেলা বিএনপির টিম লিডারের নেতৃত্বে তারাকান্দা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,বানিহালা ইউনিয়নে সেচ্ছাসেবক দলনেতা ছায়াদুল ইসলাম মন্ডল,কাকনী ইউনিয়নে বিএনপির নেতা শাজেদুল করিম খোকন,গাঁলাগাও ইউনিয়নে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কালাম আজাদ,বালিখাঁ ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মোতাহার হোসেন তালুকদার, ঢাকুয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন,রামপুর ইউনিয়নে বিএনপির নেতা রাসেল মন্ড়ল,কামারিয়া ইউনিয়নে বিএনপির নেতা রাকিব তালুকদার, কামারগাও ইউনিয়নে তারাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, বিসকা ইউনিয়নে তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার নেতৃত্বে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একযোগে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে টিমের নেতৃবৃন্দের কাছে লিফলেট তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।