ফরিদপুরে অগ্নেয়াস্ত্র, মাদক ও টাকা উদ্ধার স্ত্রীসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরে অগ্নেয়াস্ত্র, মাদক ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে স্ত্রীসহ আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৬) গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাতে ফরিদপুর সদরের মামুদপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি কাঠেরবাটযুক্ত পিস্তল, ম্যাগজিন. চারটি ৭.৬৫ কার্তুজ, একটি লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান, দুইটি স্টিলের ছোরা, একটি লোহার তৈরি রামদা, দুইটি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার ছুরি, আট বোতল ফেনসিডিল, একটি মুঠোফোন এবং নগদ ৭০ হাজার টাকা। গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফরিদপুর সদরের মামুদপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রীর নাম শ্যামলী রোকসানা (৪২)। গোলাম মোস্তফা ফরিদপুর পৌর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। এ গ্রেপ্তারের ব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করে শোনান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। লিখিত বক্তব্যে বলা হয়, গোপন সংবাদের ভিত্তেতে মো. গোলাম মেস্তফার বাড়িতে এবং তাদের সহযোগি একই এলাকার মো. রিপন মিয়ার (২৯) বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশী অস্ত্র, ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. রিপন মিয়া পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া ওই দম্পতির সাতদিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।##