দ্রব্যমূল্যের উর্ধ্বগতীর প্রতিবাদে রংপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সারাদেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জেলা বিএনপি রংপুরের বিভিন্ন হাট-বাজারগুলোতে লিফলেট বিতরণ করেছে।
আজ শনিবার দুপুরে রংপুর সিটি বাজারে সাধারণ ব্যাবসায়ীদের মাঝে দ্রব্যমূল্যের উর্ধ্বগতীর প্রতিবাদে লিফলেট বিতরণ করেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি প্রচার সম্পাদক ফিরোজ আলম, বিএনপি নেতা আশাদুর রহমান জাহিদ, জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।