দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চাল, ডাল, তেল ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ ও পথ সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর, কাঞ্চনপুর ও উজানগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে কুষ্টিয়া সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সরকারের নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, 'দেশে চাল, ডাল, তেল, চিনি, পানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ আকাশ চুম্বী। সরকার ১০ টাকা কেজি চালের স্লোগান দেয় কিন্তু বাজারে ৫০ টাকার নিচে কোন চাল পাওয়া যায় না, ১২০ টাকার তেল ২০০ টাকা, ৫০ টাকার চিনি ৮০ টাকা। কিন্তু আমার কৃষক ভাইয়েরা তার উৎপাদিত পণ্যের মুল্য পাচ্ছেনা। হাটে ঘাটে মাঠে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। আমরা কুষ্টিয়ার মানুষ, মধুপুরের কলার হাটে ২০০ টাকা শ কলা বিক্রি হয়। সেই কলা যখন ঢাকায় যায় তখন ১ ডজন কলা বিক্রি হয় ১২০ টাকা, এর অর্থ ২ টাকার কলা বিক্রি হচ্ছে ১০ টাকা, আর আমার কৃষক ভাই পাচ্ছে ২ টাকা আর আওয়ামী সিন্ডিকেট পাচ্ছে ৮ টাকা। আজ দেশের জনগণকে বাঁচাতো হলে দেশকে বাঁচাতে হলে এই সিন্ডিকেট ভাঙতে হবে।'
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, এই সিন্ডিকেট কারা করেছে? সরকারি দলের লোকজন করেছে। এই সরকার হটানো ছাড়া এই সিন্ডিকেট ভাঙ্গার কোন সুযোগ নেই।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ শহীদুজ্জামান শিপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক শাহিন জোয়ার্দার, সদর থানা যুবদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশাহ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম, সোহেল রানা, তারিক হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসনাইন নাহিয়ান সজিব, সদর উপজেলা যুবদলের সন্মানিত সদস্য কাজী জুরাইশ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, মোঃ রাশিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক, মোজাক্কির রহমান রাব্বী, ইবি ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক জামির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন, মোঃ সোলাইমান চৌধুরী, সদস্য রাফিজ আহম্মেদ,তরীকুল ইসলাম সৌরভ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাফিজ আহমেদ, হৃদয় হোসেন, পলিটেকনিক শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস, কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, সদর থানা ছাত্রদল নেতা জাহাঙ্গীর, মামুন, সজীব, পল্লব, নাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।