দ্রব্যমূল্যের মুল্য অবিশ্বাস হারে বৃদ্ধির প্রতিবাদে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে লিফটলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মুল্য অবিশ্বাস হারে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র প্রদত্ত লিফটলেট দিনব্যাপী বিতরণ করা হয়।
অত্র সংসদীয় আসনের জনতার সাংসদ ও রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা সাইফুল ইসলামের নেতৃত্বে আজ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে পীরগঞ্জ সদর ইউনিয়ন থেকে লিফটলেট বিতরণ শুরু হয়। এর পর পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নে উপজেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে লিফটলেট বিতরণ করেন প্রিয় নেতা সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম নেতা মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদ উন নবী চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপি নেতা ইয়াতিমুল হক লিটন মাস্টার, সহ-সভাপতি বাবলু মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার, সদস্য-সচিব সুলতান মাহমুদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিব আহমেদ প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছসহ উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনুসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সোমা সবুজসহ পৌর স্বেচ্ছাসেবক দলসহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।